প্রধান সংবাদস্বাস্থ্য কথা

ডেঙ্গু আক্রান্ত আরও ১১ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার:
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন হাসপাতালে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে একজন ও বেসরকারি হাসপাতালে ছয়জন এবং ঢাকার বাইরের হাসপাতালের চারজন ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৮ হাজার ৩৬৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। আর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১৬৩ জন।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ২৭ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ১৪৬ জন ভর্তি হন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button