প্রধান সংবাদ

ডিবি কার্যালয়ে মুখোমুখি করা হচ্ছে পরীমনি-চয়নিকাকে

স্টাফ রিপোর্টার:
ঢাকাই সিনেমার আলোচিত চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর সন্ধ্যা ৭টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে নেয়ার পর রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, পরীমনি ও চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে মুখোমুখি করে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে যোগসাজশ করে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। সেগুলো তদন্তে আলোচিত এই পরিচালক ও নায়িকাকে মুখোমুখি করবে ডিবি।

এর আগে, ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরীমনি ও রাজের মামলা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আমরা যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারি।’

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button