প্রধান সংবাদ

ডাক্তার-নার্সদের জন্য আবাসিক হোটেলের ৬০০ রুম বরাদ্দ

স্টাফ রিপোর্টার:
করোনা আক্রান্ত রোগীদের জন্য সরকার নির্ধারিত হাসপাতালে দায়িত্বরত ডাক্তার-নার্স ও অন্যান্যদের প্যান প্যাসিফিক সোনারগাঁওসহ ২০টি হোটেলের প্রায় ৬০০ রুম বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য সচিব বরাবার পাঠিয়েছেন। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীরা যাতে নিজেদের পরিবারের সদস্যদের কে ঝুঁকির মুখে না ফেলেন সেদিকে নজর রেখেই এই ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আমিনুল ইসলামের ইস্যু করা একটি চিঠি তথ্য অনুসারে বরাদ্দকৃত হোটেল গুলোর মধ্যে রয়েছে- হোটেল রিজেন্সি, রেডিসন ব্লু, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মেরিডিয়ান, হোটেল অবকাশ, হোটেল জাকারিয়া, হোটেল লেক ভিউ, রাজমণি ঈশা খাঁ, ফারস, হোটেল ৭১, শালিমার, সাগরিকা, রেনেসাঁ, সার্কেল ইন, গ্রান্ড প্রিন্স, শ্যামলী, মিলিনা, মেফোলিফ, রেঁনেসা ও ড্রিমল্যান্ড।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button