কর্পোরেট সংবাদ

ট্রাস্ট ব্যাংকের ২০ বছর পূর্তি উদযাপিত

স্টাফ রিপোর্টার:
বিশ্বস্ততার ২০ বছর পূর্তি উদযাপন করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। সোমবার (২ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই যুগ পূর্তি উদযাপন করে ব্যাংকটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমৃদ্ধিময় ২০ বছরের দীর্ঘ এ পথচলায় ট্রাস্ট ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি দেশের জনমানুষের বিশ্বস্ততা অর্জন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন, পরিচালকবৃন্দ, ঢাকা সেনানিবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের শুভানুধ্যায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

চিত্রদেশ ডটকম//এস//

Related Articles

Check Also
Close
Back to top button