প্রধান সংবাদ

টোলারবাগে করোনা রোগীকে চিকিৎসা দেয়া ডাক্তার হাসপাতালে

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর টোলারবাগ থেকে আসা এক রোগী গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর ডেল্টা হাসপাতালে আসা ওই রোগীকে চিকিৎসা দেয়া ডাক্তার রোববার রাতে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। তাঁকে কুয়েত মৈত্রীর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ওই চিকিৎসকের পারিবারিক বন্ধু ডা. শরীফ বলেন, ‘যে বৃদ্ধ মারা গেছেন তার চিকিৎসা দিয়েছেন আক্রান্ত ডাক্তার। গত শনিবার সকাল থেকেই তার সমস্যা শুরু হয়েছিল। রোববার দুপুর নাগাদ শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আপাতত ভালো আছেন। তাকে এখন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’

উল্লেখ্য, তিনি ডেল্টা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে টোলারবাগের ওই বৃদ্ধকে চিকিৎসা দিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা এখনও হোম কোয়ারেন্টিনে আছেন।

এর আগে ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ৪ জন চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে করোনা আক্রান্তের শঙ্কায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা গত ২১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button