খােজঁ-খবরপ্রধান সংবাদ

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ফের শুরু

স্টাফ রিপোর্টার:
ঈদুল আজহার বিরতির পর আজ সোমবার থেকে আবার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করছে সংস্থাটি।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় টিসিবি।

নতুন করে শুরু হওয়া এই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে।

টিসিবি সূত্র থেকে জানা যায়, গতবারের মতো এবারও সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে।

টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

এর আগে ৫ জুলাই শুরু হয়েছিল টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম, যা কুরবানির ঈদের আগে ১৮ জুলাই পর্যন্ত চলে।

চিত্রদশ//এফটি//

Related Articles

Back to top button