টিকা ছাড়া কোনো রোগই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
টিকা ছাড়া কোনো রোগই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাম-পোলিওর মতো রোগ দূরীকরণেও আমাদের টিকা নিতে হয়েছে। করোনাভাইরাস দূর করতেও আমাদের ভ্যাকসিন নিতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব এনটিডি (ক্রান্তীয় অবহেলিত রোগ) দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময়ে টিকা নিতে হয়েছে। আর টিকা নিলে জ্বর-সর্দি, ব্যথা হওয়াটা স্বাভাবিক।’
সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা দেয়া শুরু হচ্ছে। ওই দিন মন্ত্রী-সচিব, চিকিৎসক, নেতাসহ সবাইকে টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি।
‘একই সঙ্গে গ্রাম পর্যায়ে সবাইকে সচেতন করতে স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সবাই টিকা নিলেই দেশ করোনামুক্ত হবে।’
টিকার নিবন্ধন নিয়ে মন্ত্রী বলেন, ‘টিকা নিতে সবাইকে নিবন্ধন করতে হবে। যারা অনলাইনে আবেদন করতে অপারগ, তাদের গ্রাম পর্যায়ে তথ্য কেন্দ্রে সহায়তা দেয়া হবে। এ ছাড়া টিকা কেন্দ্রে গিয়ে ফরম পূরণ করা যাবে।’
চিত্রদেশ//এইচ//