প্রধান সংবাদ

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে চুয়া সেলিম গ্রুপের সদস্যরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত যুবকের নাম নূরাইন (২৫)। তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী।

জানা গেছে, হামলার পর গুরুতর অবস্থায় নূরাইনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী রোকসানা জানান, আমি রাত বারোটার দিকে বাচ্চাদের ওষুধ আনতে বাইরে যাই। এ সময় চুয়া সেলিম গ্রুপের ফারুকসহ কয়েকজন বাসায় ঢুকে ঘুমন্ত স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাকে কয়েকবার রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আহত অবস্থায় এক যুবককে আনা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Related Articles

Back to top button