প্রধান সংবাদ

ছত্তিশগড়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তজার্তিক ডেস্ক:
ভারতের ছত্তিশগড়ে রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে রাইপুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব নিহত হয়েছেন।

পাইলটরা অবতরণ করার চেষ্টা করার সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। সেসময় এতে কোনো যাত্রী ছিল না।

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল বলেন, ফ্লাইং অনুশীলন চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত করে দেখা হবে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বাঘেল এক টুইট বার্তায় বলেন, রায়পুর বিমানবন্দরে রাষ্ট্রীয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের পাইলট ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব দুজনেই মারা গেছেন। ইশ্বর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি এবং বিদেহী আত্মার শান্তি দান করুন।

সূত্র : এনডিটিভি

ম//এল//

Related Articles

Back to top button