চিত্রনায়ক ফারুক আইসিইউতে
বিনোদন ডেস্ক:
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে আইসিইউতে রাখা হয়েছে। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা।
তিনি বলেন, ‘আমার চাচা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাঝখানে তিনি করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে যান চেকআপের জন্য। কিন্তু আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে সেখানেই একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।’
প্রসঙ্গত, ঢাকাই ছবির ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন, চিত্রনায়িকা মৌসুমী তার শেষ নায়িকা। তার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেন, তবে কবে সে ছবির শুটিং শেষ হয় কিংবা ছবিটি কেনো মুক্তি পায়নি, তার কোনো নির্দিষ্ট তথ্য তিনি দিতে পারেননি।
তিনি রাজনীতিতে ব্যাপক সক্রিয় হন। ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ের পর তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। তবে বিভিন্ন অসুখ-বিসুখ তার জীবনকে বিভীষিকাময় করে তুলেছে। সপরিবারে করোনায় আক্রান্ত হওয়া ফারুক সুস্থ হলেও নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় একাধিকবার আইসিইউতে ছিলেন বাংলা সিনেমার একসময়ের আলোচিত এ অভিনেতা।
চিত্রদেশ//এফ//