
চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর আদালতে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়া প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কার্যালয়ে বসে আছেন এসআই শাহীন। একপর্যায়ে একজন আইনজীবী তার সামনে এসে মানিব্যাগ থেকে কয়েকটি নোট বের করে দেন। শাহীন টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন।
তবে টাকা দেওয়া অ্যাডভোকেট তন্ময় বসাক বলেন, এটা ঘুষ নয়, স্বাভাবিক একটা লেনদেন ছিল। কোর্টে কোনো কাজ করাতে গেলে অনেক সময় ৫০–১০০ টাকা দিতে হয়। সেদিনও আমি জামিনের ফাইল প্রসেস করাতে সামান্য টাকা দিয়েছিলাম। ঘুষ হলে নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা লেনদেন হতো বলেও মন্তব্য করেন তিনি।
তন্ময় বসাক আরও বলেন, ভিডিওটি দুই মাস আগের। কোরবানির ঈদের আগে ধারণ করা হয়েছিল। একটি মামলার জামিনের প্রসেসিংয়ের জন্য আমি শাহীন সাহেবের কাছে গিয়েছিলাম। সম্ভবত তখন কেউ গোপনে ভিডিও ধারণ করেছে।
বিষয়টি জানতে এসআই মো. শাহীন ভূঁইয়াকে মোবাইলে কল করা হলে তিনি পরিচয় শুনে গাড়িতে রয়েছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে সিএমপিত প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মফিজ উদ্দিন বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ঘটনার পরপরই ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।