
প্রধান সংবাদ
ঘর ও জমি পেলো ৬৬ হাজার পরিবার
স্টাফ রিপোর্টার:
মুজিববর্ষের উপহার হিসেবে ঘর ও ২ শতাংশ করে খাস জমি পেলো ৬৬ হাজার ১৮৯ পরিবার।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে ঠিকানাবিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। আর মুজিববর্ষে এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান। আরও ১ লাখ ঘর তৈরির কাজ দ্রুত শুরু করা হবে। মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না।’
প্রতিটি বাড়ির সামনে রয়েছে চলাচলের জন্য খানিকটা খোলা জায়গা। রয়েছে বাগান করার ব্যবস্থা। সেমি পাকা এসব বাড়ির প্রতিটিতে আছে একটি বারান্দা, দুটি শোবার ঘর, একটি করে গোসলখানা, টয়লেট ও রান্নাঘর।
চিত্রদেশ//এইচ//