অন্যান্যপ্রধান সংবাদ

গাবতলীর হাটের মূল আকর্ষণ পাকিস্তানি উট, দাম কত

স্টাফ রিপোর্টার:

দুদিন পরই ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। কুরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে গাবতলী পশুর হাটে তোলা হয়েছে দুটি উট। উট দুটির মালিক হাফিজুর। দাম হাঁকাচ্ছেন একটি ২৮ লাখ, আরেকটি ২৭ লাখ টাকা।

হাফিজুর বলেন, ২৮ আর ২৭ লাখ দাম বলছি। একটি ২৫ লাখ, আরেকটি ২৪ লাখ হলে দিয়ে দেব। দুটি উটই জাহাজে করে পাকিস্তান থেকে আট দিন আগে এসেছে। আমি কিনেছি কোরবানির ঈদে বিক্রি করব বলে। দেখা যাক, শেষমেশ কখন আর কার কাছে বিক্রি করতে পারি।

দাম অতিরিক্ত চাওয়া হচ্ছে কি না জানতে চাইলে হাফিজুর বলেন, উটগুলো ভিন্ন দেশ থেকে আনা হয়েছে দাম তো একটু বেশি হবেই।

হাটে দুম্বাও বিক্রি হচ্ছে। এই দুম্বাগুলোও রাজস্থান থেকে দেশে আনা হয়েছে। প্রতি দুম্বার দাম হাঁকা হচ্ছে ৩ লাখ টাকা। দাবি করা হচ্ছে এসব দুম্বা থেকে ১০০ কেজি মাংস মিলবে। দুম্বা মূলত ভেড়ার মতো দেখতে। পালনও একইভাবে করা হয়।

অনেক মানুষ উটের সঙ্গে ছবি তুলছিলেন। হাফিজুর বলেন, অনেক মিডিয়া আসছে। আবার ফেসবুকেও মানুষ উটের ছবি আর ভিডিও দিচ্ছে।

Related Articles

Back to top button