প্রধান সংবাদ

খুলনায় প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কেনা পাটের গোডাউন দেখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় মায়ের কেনা পাট গোডাউনে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহেনাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন।

তথ্যমতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় চার বিঘা জমি কিনেছিলেন। বঙ্গমাতার মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পত্তির মালিক হন। বঙ্গবন্ধু জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের জমিটি দেখাশোনা করতেন। বর্তমানে পুরোনো গুদামঘর ভেঙে একটি আধুনিক গুদামঘর ও একটি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে।

খুলনা থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

এর আগে, শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বেলা ১১টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

Related Articles

Back to top button