আন্তর্জাতিকপ্রধান সংবাদ

খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল: ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের—এমন বিস্ফোরক দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, খামেনিকে হত্যা করতে ইসরায়েলি বাহিনী সক্রিয়ভাবে তাকে খুঁজছিল, তবে আক্রমণের কার্যকর সুযোগ না পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এর আগে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “যদি সম্ভব হতো, তবে সেনাবাহিনী তেহরানের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে খামেনিকে হত্যা করত।”

সাক্ষাৎকারে এক প্রশ্নে কাটজ জানান, খামেনির বিরুদ্ধে হামলা চালাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন মনে করে না। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার চেষ্টা চালিয়ে গেছে।

এদিকে যুদ্ধবিরতির অবসানের পর প্রথমবারের মতো একটি ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন খামেনি। ভাষণটি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ভাষণে খামেনি বলেন, “এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেও সেখানে তেমন কিছুই ঘটেনি।” তিনি আরও জানান, ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে—“আমাদের কণ্ঠস্বর এক।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে খামেনি বলেন, “ট্রাম্প আমাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এমন একটি মহান জাতির সামনে আত্মসমর্পণের কথা বলা অপমানজনক।”

Related Articles

Back to top button