আয়োজন

কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী জাতীয় পথনাট্যোৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সারা দেশে পথনাট্যোৎসব কর্মসূচি পালন করবে। জঙ্গিবাদ, অবক্ষয় ও দুর্নীতির বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি পালিত হবে।

আজ (রোববার) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী (২ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি) জাতীয় পথনাট্যোৎসব-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান।

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পথনাট্যোৎসব-২০২০ এর আহবায়ক শাহ আলম প্রমুখ।

 

চিত্রদেশ//এইচ//

Related Articles

Back to top button