কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক রাজশাহী জেলার বাঘা উপজেলার সরেরঘাট এলাকার দবির মোল্লার ছেলে জালাল উদ্দিন (৩২), একই এলাকার মেজবা উদ্দিনের স্ত্রী রুনা বেগম (২৬) তার ছেলে রুজবী (৭)।
এ ঘটনায় মেজবা উদ্দিনসহ আরো এক নারীকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
ভেড়ামারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, মেজবা উদ্দিন তার পরিবার নিয়ে ঝিনাইদহের শশুরবাড়ি থেকে সিএনজিযোগে রাজশাহী ফিরছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়মারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জালাল উদ্দিন ও রুনা বেগম মারা যায়।
এসময় রুনা বেগমের স্বামী মেজবা, ছেলে রুজবীসহ আরো এক নারী গুরুতর আহত হয়। পরে আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজবীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে বলে জানায় এসআই আসাদ।
চিত্রদেশ //এস//