বিনোদন

কিট তৈরি করতে অর্থ সংকটে গণস্বাস্থ্য কেন্দ্র

স্টাফ রিপোর্টার:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট তৈরি করেছে, তা উৎপাদনের জন্য অর্থ সংকটে পড়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট তৈরি করতে আমাদের ২০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু আমাদের কাছে এতো অর্থ নেই। এই অর্থ ব্যবসায়ীরা দিতে পারেন- কারণ, আমাদের দেশে ২০ জন ব্যবসায়ীর কাছে ২০ কোটি টাকা তেমন কোন টাকা নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এই টাকা অনুদান দিতে পারে- কারণ, সমাজকল্যাণ মন্ত্রণালয় তো এমন অনেক সংস্থাকে টাকা অনুদান দেয় এবং সরকারও এই টাকা অনুদান দিতে পারে।

এছাড়া সরকার বিভিন্ন ব্যাংকে বলে দিলে আমাদের ব্যাংকগুলো এই অর্থ ধার দেবে। ফলে আর কোন সমস্যা হবে না।

জাফরুল্লাহ জানান, আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার লন্ডন থেকে কিট তৈরি করার কাঁচামাল চলে আসবে। এরপর আমরা তিন থেকে চার দিনের মধ্যে সরকারকে স্যাম্পল দেবো। স্যাম্পল দেখে সরকার অনুমতি দিলে আমরা কিট বাজারে ছাড়বো।

এদিকে ধানমন্ডি এবং কলাবাগানের কয়েকজন যুবক করোনাভাইরাসের কিট তৈরি করতে গণস্বাস্থ্য কেন্দ্রকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বলেও জানান জাফরুল্লাহ।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button