প্রধান সংবাদমুক্তমত

কিছু মুক্ত ভাবনা ‘সুখ ও কষ্ট’

কানিজ কাদীর

এ পৃথীবীতে সুখের চেয়ে কষ্টই বেশি। জীবনে সুখ রচনা করতে হলে তা কষ্ট করেই অর্জন করতে হয়। আবার অতি সুখও কখনও কখনও মানুষকে কষ্ট দেয়। মানুষ অনবরত ভাবে ও জীবন নিয়ে। এ জীবনে সব আছে। সুখ আছে, আনন্দ আছে, দু:খ আছে, বেদনা আছে, পাওয়া আছে, না পাওয়া আছে। এ জীবন খুবই ক্ষনস্থায়ী। সব চাওয়া -পাওয়ার পরে একটা কষ্ট তা হলো আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আপনজনের চলে যাওয়া মানুষকে এত কষ্ট দেয় তা বোধ হয় আর অন্য কিছুতে হয় না। জীবনে অনেক ইচ্ছা থাকে। সবার ইচ্ছার ধরন এক নয়। সেই ইচ্ছেপূরণগুলো যখন জীবনে ধরা দেয় না, সে কষ্ট মানুষকে আজীবন বয়ে বেড়াতে হয়। আবার ইচ্ছেপূরণ হলেও মানুষ থেমে থাকে না। সে নতুন কিছু পাবার চেষ্টায় অবিরত ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে হয় ক্লান্ত। অবশেষে সব পাওয়ার অবসান ঘটে। কি নিষ্ঠুর এ পৃথিবী ! এই এত ভালোবাসা , মা, বাবা, ভাইবোন, স্বামী, স্ত্রী, সন্তান এই যে এত বন্ধন, এত আকুলতা এর ভেতর সবসময়ই যেন বাজে এক করুণ সুর। যে সুর মানুষের অন্তরের একেবারে ভেতরে এক নিরব ঘুনপোকা হয়ে অবিরত কুট কুট কর কেটে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই সেই কষ্টের চাপা বেদনা অহরহ বয়ে বেড়ায়।

লেখক : কানিজ কাদীর

Related Articles

Back to top button