অন্যান্যপ্রধান সংবাদ

কারিগরি ত্রুটিতে বন্ধ অনলাইন জিডি সেবা

নিজস্ব প্রতিবেদক:
কারিগরি ত্রুটির কারণে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে সেবাটি পুনরায় চালু হবে।

বর্তমানে সারাদেশের সব থানায় ভুক্তভোগীরা অনলাইনে জিডি করতে পারেন। তবে এই মুহূর্তে অনলাইন জিডি সেবা বন্ধ থাকায় সাময়িক অসুবিধায় পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকরা।

প্রসঙ্গত, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই সেবা গ্রহণ করা যাবে।

Related Articles

Back to top button