প্রধান সংবাদসারাদেশ

কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত

মেহেরপুর প্রতিনিধি:
অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করা ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়।

ফেরত আসা এই ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধ পথে ভারতে প্রবেশ করায় তারা সেখানে আটক হয়েছিলেন এবং বিভিন্ন সময়কার কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হলো।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনে থাকা কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে এই ১৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। এরপর তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।

এ সময় ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ উভয় বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button