কাবুলে ২০০ মার্কিন নাগরিককে ফেলে গেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
দুই দশকের যুদ্ধ শেষে অবশেষে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান। এর মাধ্যমে দেশটিতে আমেরিকার ২০ বছর ধরে অবস্থানের অবসান হলো।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, সোমবার মার্কিন সামরিক বাহিনী চূড়ান্তভাবে আফগান ভূখণ্ড ছাড়লেও কাবুলে প্রায় ২০০ মার্কিন নাগরিককে ফেলে রেখে গেছে। একইসঙ্গে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার আফগান নাগরিককেও ফেলে রেখে গেছে দেশটি। কাবুল ছাড়ার জন্য তাদেরকে এখন তালেবানের অনুমতির ওপর নির্ভর করতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা তার কূটনৈতিক মিশন কাতারে সরিয়ে নিচ্ছে।
ব্লিঙ্কেন বলেন, আজ আমরা কাবুলে আমাদের কূটনৈতিক উপস্থিতি স্থগিত করেছি এবং আমরা আমাদের কার্যক্রম কাতারের দোহায় সরিয়ে নিলাম। আফগানিস্তানের অনিশ্চিত নিরাপত্তা পরিবেশ এবং রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটি একটি বিচক্ষণ পদক্ষেপ।
এখনও প্রায় ২০০ মার্কিন নাগরিক আফগানিস্তানে আটকে আছে বলে জানান শীর্ষ এ কূটনীতিক।
তিনি আরও বলেন, আমরা মার্কিন নাগরিক ও বিদেশি এবং ঝুঁকিতে থাকা আফগানদের দেশটি থেকে সরিয়ে আনতে নিরলস চেষ্টা চালিয়ে যাব।
চিত্রদেশ//এফটি//