গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ‘শুদ্ধ বাতাসে স্নান করতে চাই’

কানিজ কাদীর

অনেক দিন মুক্ত বাতাসে শ্বাস নেইনি,

সেই কবে- বাতাসে হেঁটেছিলাম,

মনেই পড়ে না!

কেমন যেন দম বন্ধ হয়ে আসে-

বিশুদ্ধতার বড়ই অভাব খুঁজেপাই।

আমি শুদ্ধ বাতাসে স্নান করতে চাই

অবগাহন করতে চাই স্নিগ্ধ ফুলের মিষ্টি গন্ধে,

মন ভরাতে চাই চাঁদের জোছনায়,

নদীর জলে দেখতে চাই নিজের প্রতিচ্ছবি।

আমি সবুজের পানে চেয়ে উদ্বেলিত হতে চাই,

ঘন সবুজের বুকে হাঁটতে চাই।

আমি দূর নীলিমায় চোখ জুড়াতে চাই

মুক্ত বিহঙ্গের মতো উড়তে চাই।

আমি মাটির সোঁদা গন্ধ পায়ে লাগাতে চাই,

মাটির ঘাসফুলে প্রজাপতি খুঁজতে চাই।

আামি পাহাড়ের বিশালতায়-

সৃষ্টিকর্তার অপার মহিমা খুঁজতে চাই।

সাগরের বুকে সূর্যাস্ত দেখে

নিজেকে সমর্পণ করতে চাই।

আমি সৃষ্টির অপরুপ রুপের মাঝে-

অবনত হতে চাই।

 

লেখক: কানিজ কাদীর-

 

 

 

 

Related Articles

Back to top button