
গল্প-কবিতাপ্রধান সংবাদ
কানিজ কাদীরের কবিতা ‘নীরব নীরবে’
অনেক অনেক দিন গেছে চলে,
কবে কবে নীরবে নীরবে-
কথাগুলো, আদরগুলাে সরেছে দূরে।
কবে কবে চুপি চুপি,
নাড়ী ছেঁড়া ধনেরা হয়েছে বিশাল।
অনেক বড় হয়েছে তারা,
এর মধ্যেই কবে কবে
ওদের জগত হয়েছে ভিন্ন গ্রহে,
সে জগতে যে আমি পারি না ঢুকতে।
শুধু চাই ভিন্ন গ্রহ থেকে-
ক’ফোটা আলোর চ্ছ্বটা,
একটু পড়ুক আমার গায়ে।
কবে কবে ধীরে ধীরে,
শব্দগুলো ভরেছে লোনা জলে-
তাই সুর গুলোও লাগছে বড় তেতো,
এ স্বাদে নইকো আমি যে অভ্যস্ত।
তবে কেমন করে মিটবে পিয়াসা,
সময়ে যে হয়ে যাচ্ছে সব ধুয়াশা।
সহজ কথাগুলো আর যেন-
যায় না যে বলা সহজে,
চুপি চুপি, নীরবে নীরবে
আশাগুলো বাসা বাঁধে কত যে।।
লেখক: কানিজ কাদীর