কানিজ কাদীরের কবিতা ‘নরপশুরা’
ঐ সব নরপশুরা-
তোমরা কোন জাত?
তোমরা কি মানুষ না পশু?
তোমরা তো হায়েনার চেয়ে নিকৃষ্ট ।
কোন কীট, পশুও তো হয় না এত বেলাল্লা।
কাদের আমরা দেখছি এই সমাজে!!
জানাই তোমাদের ধীক্কার ধীক্কার,
না তাও ভাষা হারিয়ে ফেলেছি,
তোমাদের মুখে ছিটাই থুতু,
না থুতু নয় ছিটাই বিষ্ঠা।
তোমরা তো মানুষ হতে পার না-
তোমরা করেছ ছোট তোমারই ‘মা’ কে,
মায়ের জাতকে- মানুষ কে
তোমরা ছুবলে খেতে চেয়েছ,
তোমাদের নখের ছোবলে রক্তাক্ত করেছ,
পায়ের তলার বেহেশতকে।।
তোমাদের এই লোলুপ দৃষ্টি আর কত!
তোমাদের এই গোগ্রাসী তৃষ্না আর কত!
নেই কি তোমাদের মা আর বোন?
পুরুষ তোমরাই তো হবে বাবা-
জন্ম দেবে এক পাপহীন নবীন শিশু।
যে শিশু জন্ম নেবে যে বীজ থেকে,
সে তো তোমারই?
এই নিষ্পাপ শিশু, কেন জন্ম নেবে?
পাপের রক্ত কেন বইবে তার শরীরে !!
পুরুষ তোমার দৃষ্টিকে কর সংযত,
হেফাযত কর নিজেকে,
তোমারও কি লজ্জাস্থান নেই?
ভরা রাস্তায় করলে শ্লীলতাহানী,
এ কোন মুসলমানের কাজ।।
আবারও ধীক! ধীক!
ওহে পুরুষ জাতি তোমরাই তো-
আমাদের সহযাত্রী-
আমাদের বাবা, ভাই, চাচা, মামা, ছেলে,
আরও কত কি!
ঐ সব নরপিচাশ পুরুষ,
তোমরা তাহলে কোন জাত?