গল্প-কবিতাপ্রধান সংবাদ
কানিজ কাদীরের কবিতা ‘জীবন ধারা’
কালের স্রোতের ধ্বনি ফিরে ফিরে আসে,
একই সুরে বারে বারে নানা রূপে হাসে।
যে মায়ার সাগরে ডুবে ডুবে,
ক্লান্ত হয় শরীর-
মনে জমে একরাশ পলি,
শত চেষ্টাতেও তা যায় না ভোলা,
যায় না স্মৃতির দাগগুলো তোলা।
অন্তরালে কথাগুলো সন্চিত হয় জমে জমে,
গল্পটি শেষ হয় একই রূপে ক্রমে ক্রমে।।