গল্প-কবিতাপ্রধান সংবাদ
কানিজ কাদীরের কবিতা ‘জীবনের ব্যাকরণ’
আমি জীবনের সংজ্ঞাগুলো
অনেক সহজ করে বুঝতে চাই।
বুঝতে যেয়ে বার বার পড়ি,
পড়তে যেয়ে ব্যাকরণের মানে খুঁজি।
এ যে জটিল- অনেক জটিল,
আমার সহজ সরল মুখস্ত বিদ্যায়
এতে কোন কাজই হয় না-
আমাকে আবারও পড়তে হয় বার বার,
একেবারে মগজের ভিতরে ঢুকিয়ে দিতে হয়-
সব ব্যাকরণের সংজ্ঞা।
আমি সে সব মনে রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাই,
তবু পাইনা কোন সহজ সমাধান তার।
অবশেষ সবাই আসে আমাকে বোঝাতে ব্যাকরণ
শেখায় নানা কৌশল তার।
বলে এই তো, এটাইতো নিয়ম।
এভাবেই তোমাকে ব্যাকরণ শিখতে হবে,
এটাই যে ব্যাকরণের সঠিক সংজ্ঞা
তবেই তো তুমি চলতে পারবে পথ,
হবে পরীক্ষায় পাশ।
আমি ব্যাকরণ খুজঁতে পারি না
জীবনের ভাজেঁ ভাঁজে,
আমি জানি না কৃৎ, প্রত্যয়, প্রকৃতি
আমি শুধু জানি সহজ ভাষার সংজ্ঞা
সে সংজ্ঞায় আমি মনের কথা বলতে চাই।।