গল্প-কবিতাপ্রধান সংবাদ
কানিজ কাদীরের কবিতা ‘খুঁজে নেব মাকে’
পূবের আলো জাগবে
ভোরের বাতাস হাসবে,
ফুল ফুটবে, পাখী ডাকবে,
দিন যাবে, রাত আসবে=
আসবে না ‘মা’ তুমি আর ।।
বলেছিলে মা তুমি-
তারা হয়ে থাকবে আকাশের গায়ে,
তাই কি আছো ‘মা’?
তবে খুঁজবো তোমায় বারবার,
ঐ তারার মাঝে।
আমি জানি শত অপেক্ষাতে-
তুমি আর আসবেনা ফিরে,
আর তাইতো তোমার সব কথাকলি,
আমার মানসপটে আসে ঘুরে ঘুরে।
আমি থাকি সারাক্ষণ তাই নিয়ে,
আমি খুঁজে নেব বারবার তোমায়-
আমার সকল কাজের ভীড়ে।।