কাদেরের বাড়িতে বোমা হামলা!
নোয়াখালী প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যুবলীগের এক কর্মী আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুরে গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা একটি গুলির কার্তুজ পেয়েছি এবং ঘটনাস্থলে অবিস্ফোরিত লাল টেপ মোড়ানো ২টি বোমা পেয়েছি।
জানা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করছেন। তবে ঘটনার সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা ওই বাড়িতে ছিলেন।
কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান অভিযোগ করেছেন, মেয়রের প্রতিপক্ষরা বাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
এদিকে এ ঘটনার পর থেকে আবদুল কাদের মির্জার সমর্থক ও প্রতিপক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করতেছে।
চিত্রদেশ//এফটি//