প্রধান সংবাদ

কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার:
করোনা পরিস্থিতির মধ্যেই স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ট্রেনের মোট আসন সংখ্যার ২৫ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার গিয়ে কিনতে পারবেন যাত্রীরা। বাকি ২৫ ভাগ অনলাইনে কেনা যাবে। আর করোনার কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ৫০ ভাগ আসন ফাঁকা থাকবে।

এতদিন ৫০ ভাগ টিকিটই অনলাইনে কিনতে হতো। ফলে অনেকেই স্বস্তিবোধ করতেন না। এবার তারা খুশি হয়েছেন। তবে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ঠিক মনে করছেন না। তারা বলছেন, করোনা পরিস্থিতিতে স্টেশনের এসে কাউন্টারের সামনে এভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনলে সংক্রমণের ঝুঁকি বাড়বে।

এদিকে বিমানবন্দর রেলস্টেশনে দেখা যাচ্ছে, কাউন্টারের সামনে ভিড় করছেন টিকিট কিনতে আসা যাত্রীরা। সামাজিক দূরত্ব মানছেন না। অনেকে আবার মুখে মাস্কও পরেননি।

করোনার কারণে বর্তমানে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৬৭ জোড়া (১৩৪টি যাত্রীবাহী) ট্রেন চলাচল করছে।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button