নারী মঞ্চ

কর্পোরেট নারীদের ‘সাহসী পথযাত্রা’র গল্প

স্টাফ রিপোর্টার:
কর্পোরেট নারীদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ব্র্যান্ডিং ফার্ম এক্সিলেন্স বাংলাদেশের ব্যতিক্রমী সেমিনার ‘সাহসী পথযাত্রা’। সম্প্রতি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ফিয়েরো এবং অ্যাসিস্ট ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন ফিয়েরোর ফাউন্ডার ও সিইও সৈয়দ ইয়াসির আলম, অ্যাসিস্ট ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের সিইও এবং ফিয়েরোর কো-ফাউন্ডার কায়সার হামিদ।

অনুষ্ঠানে তিনটি প্যানেলে অতিথি ছিলেন- ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমেনা হাসান, এইচআর প্রফেশনাল আলেয়া পারভীন লীনা, বেস্ট সেলারের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আকলিমা ইয়াসমিন, ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজার (রিক্রুটমেন্ট) তানিয়া জাহিদ, স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা লায়লা নাজনীন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফারহানা রহমান ঊর্মি, বি পজেটিভ কমিউনিকেশনসের ফাউন্ডার সেহেলী আজিজ মৌ।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button