প্রধান সংবাদ

করোনা পরিস্থিতি: প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের প্রভাবে রাষ্ট্রীয় কার্যক্রম তদারকির জন্য জাপান সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।

এছাড়াও মার্চে আওয়ামী লীগের সব ধরণের জনসভা ও আলোচনাসভা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ২৬শে মার্চ স্টেডিয়ামে রাষ্ট্রীয় কুচকাওয়াজও বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। এসময় চলমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে জনসাধারণের সচেতনার পরামর্শ দেন তিনি।

এর আগে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফর পেছানোর খবর নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button