করোনা: আবারও ইউরোপে লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক:
করোনা সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার কারণে লকডাউন ঘোষণা করছে ইউরোপের বিভিন্ন দেশ।
বিবিসি বলছে, চেক প্রজাতন্ত্র তিন সপ্তাহের আংশিক লকডাউনে যাচ্ছে। স্কুল, বার এবং রেস্টুরেন্ট, ক্লাবগুলো বন্ধ থাকবে। জনসাধারণের অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ থাকবে।
এর আগে নেদারল্যান্ডও চার সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করেছে এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার রাত থেকে বার, রেস্টুরেন্ট, ক্লাব, বার, বন্ধ ঘোষণা করা হতে পারে। অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ। জরুরি পরিষেবা ব্যতিত পরিবহন বন্ধ রাখতে পারে।
স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য সহ অনেক দেশে আবারও হাসপাতালে ভর্তি দ্রুত বাড়ছে।
প্যারিসের হাসপাতালগুলোতে পরের সপ্তাহের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৯০ শতাংশ পূরণ হয়ে যাওয়ার আশঙ্কা করছে দেশটির চিকিৎসকরা।
বুধবার টেলিভিশন ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট নতুন করে বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা করবেন বলে জানা গেছে। প্যারিসসহ হটস্পটগুলোতে কারফিউ জারি করা হতে পারে।।
যুক্তরাজ্যেও নতুন করে লকডাউনের কথা ভাবছে। দেশটিতে তীব্র আকারে বাড়ছে ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৩৪ জন আক্রান্ত হয়েছে। আগেরদিন তা ছিলো ১৩ হাজারে। গতকাল মারা গেছে ১৪৩ জন।
গত একদিনে ইউরোপের দেশগুলোতে ১ লাখ ৫ হাজার ৭৬৪ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ১ হাজার ১১৩ জন।।
করোনার এমন প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
তিনি বলেছেন, তিনি ইউরোপের পরিস্থিতি “অত্যন্ত উদ্বেগের সাথে দেখছেন” এবং যোগ করেন, আমার অবশ্যই বলতে হবে যে পরিস্থিতি মারাত্মক হবে”।
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২৮৬ ও মারা গেছে ৫ হাজার ৮ জন।
চিত্রদেশ//এল//