প্রধান সংবাদস্বাস্থ্য কথা

করোনায় আরও ৫৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেলেন ৯ হাজার ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন মোট ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ বাংলাদেশি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন করোনা রোগী।

৩১ মার্চ সকাল ৮টা থেকে ১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ৫৯ জনের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী ২৪ জন। মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৩ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ৩০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন করোনায় মারা গেছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ১ জন, সিলেটে ৫ জন এবং রংপুরে ২ জন করোনায় মারা গেছেন।

চিত্রদেশ//এসএইচ//

Related Articles

Back to top button