
করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের লাইন ডিরেক্টর মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মিজানুর রহমান নিজেই বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি মহোদয় নমুনা পরীক্ষা করাই। গত দুই দিন আগে নমুনা পজিটিভ আসে।
‘এই মুহূর্তে আমরা দুইজনই নিজ নিজ বাসায় অবস্থান করছি। এখনও সুস্থ আছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করি।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে অধিদপ্তরের অফিসের ছয়জন কর্মচারী করোনা আক্রান্ত হন। যারা সব সময় আমার আশপাশে থাকতেন।’
গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্তত ২০ জন কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
চিত্রদেশ//এসএইচ//