করোনায় আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা ১০০ ছাড়াল
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সাংবাদিকদের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন একজন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ২৫ জন।
৪৯টি গণমাধ্যমের মধ্যে ২২টি পত্রিকা, ২০টি টেলিভিশন, চারটি নিউজ পোর্টাল, দুইটি রেডিও ও একটি বার্তা সংস্থা রয়েছে।
দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবির খোকন করোনায় মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন-দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।
করোনায় আক্রান্ত সংবাদকর্মীরা হলেন-
১. ইন্ডিপেন্ডেন্ট টিভির ৩ জন সংবাদকর্মী, ১ জন ভিডিও এডিটর এবং ১ জন ক্যামেরাপারসন (সুস্থ)
২. যমুনা টিভির ১ জন রিপোর্টার (সুস্থ) এবং নরসিংদী প্রতিনিধি (সুস্থ)
৩. দীপ্ত টিভির ৬ সংবাদকর্মী (সবাই সুস্থ)
৪. এটিএন নিউজের ১ জন রিপোর্টার (সুস্থ)
৫. আমাদের নতুন সময়ের ২ জন সংবাদকর্মী (সুস্থ)
৬. একাত্তর টিভির সেন্ট্রাল ডেস্কের ১ জন, ১ জন প্রডিউসার এবং গাজীপুর প্রতিনিধি (সুস্থ)
৭. বাংলাদেশের খবরের ১ জন রিপোর্টার (সুস্থ)
৮. দৈনিক সংগ্রামের ১ জন (সুস্থ)
৯. মাছরাঙা টিভির সাধারণ সেকশন থেকে ১ জন কর্মকর্তা (সুস্থ)
১০. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক (সুস্থ)
১১. রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
১২. ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)
১৩. চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের ১ জন
১৪. দৈনিক প্রথম আলোর ২ জন (সুস্থ ১)
১৫. দৈনিক আলোকিত বাংলাদেশের ১ জন কর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি (সুস্থ)
১৬. নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের জামালপুর প্রতিনিধি (সুস্থ)
১৭. দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)
১৮. নিউজ পোর্টাল বিবার্তার ১ জন
১৯. দৈনিক ইনকিলাবের ১ জন (সুস্থ)
২০. দৈনিক জনতার ১ জন (সুস্থ)
২১. দৈনিক কালের কণ্ঠের ১ জন ফটোগ্রাফার
২২. এনটিভির ২ জন রিপোর্টার, ১ জন নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগের ১ জন কর্মকর্তা, ৬ জন ক্যামেরাম্যান, ২ জন নিউজ প্রেজেন্টার, ১ জন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও ৩ জনসহ মোট আক্রান্ত ১৫
২৩. দৈনিক আমার বার্তার সম্পাদক
২৪. আরটিভির ৪ জন
২৫. বাংলাভিশনের ১ জন রিপোর্টার
২৬. এসএ টিভির ১ জন সংবাদকর্মী এবং গাজীপুর প্রতিনিধি
২৭. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত) এবং দৈনিকটির আরও ৪ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ৩ জন কর্মী। সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গে মারা গেছেন।
২৮. যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের ১ জন সাব-এডিটর (সুস্থ)
২৯. দৈনিক প্রতিদিনের সংবাদের ১ জন রিপোর্টার (সুস্থ)
৩০. নতুন সময় টিভির (আইপিটিভি) ১ জন নিউজ প্রেজেন্টার
৩১. দৈনিক দেশ রূপান্তরের ফিচার বিভাগের ১ জন
৩২. রেডিও আমার’র ১ জন
৩৩. দৈনিক ইত্তেফাকের ৫ জন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের ২ জন, কম্পিউটার সেকশনের ৮ জন এবং সাধারণ সেকশনের ২ জন কর্মচারীসহ মোট ১৭ জন
৩৪. দেশ টিভির ১ জন নিউজ প্রেজেন্টার
৩৫. বিটিভির ১ জন কর্মকর্তা
৩৬. ডিবিসি নিউজের ১ জন সংবাদকর্মী
৩৭. দৈনিক মানবজমিনের ১ জন সংবাদকর্মী
৩৮. এটিএন বাংলার ১ জন সংবাদকর্মী
৩৯. সময় টিভির ২ জন সংবাদকর্মী
৪০. ডেইলি সানের ২ জন সংবাদকর্মী
৪১. যায়যায়দিনের রিডিং সেকশনের ১ জন
৪২. ঢাকা ট্রিবিউনের জেনারেল সেকশনের ১ জন
৪৩. বাংলা ট্রিবিউনের রিডিং সেকশনের ১ জন
৪৪. একুশে টিভির ২ জন সংবাদকর্মী
৪৫. চ্যানেল ২৪-এর ১ জন সংবাদকর্মী
৪৬. ডেইলি স্টারের ১ জন সংবাদকর্মী
৪৭. বার্তা সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি
৪৮. নিউজ পোর্টাল বার্তা২৪-এর ১ জন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৪৯. এশিয়ান টেলিভিশনের ১ জন গ্রাফিক্স ডিজাইনার
চিত্রদেশ//এস//