আন্তর্জাতিকপ্রধান সংবাদ

করোনার নতুন ধরন: যুক্তরাজ্যের রেড লিস্টে ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক:
বিভিন্ন দেশে করোনার নতুন ধরন শনাক্ত এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে ৬টি দেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য। এসব দেশের সঙ্গে ফ্লাইট চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো এবং এসওয়াতিনি।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া গত ১০ দিনে এই ছয়টি দেশ ভ্রমণকারী অ-ব্রিটিশ ও আয়ারল্যান্ডের বাসিন্দাদের আজ (শুক্রবার) দুপুর থেকে যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে এই ৬টি দেশ ভ্রমণ করা ব্রিটেনের ও আয়ারল্যান্ডের বাসিন্দাদেরকে আগামী রোববার (২৮ নভেম্বর) ভোর ৪টার পর থেকে যুক্তরাজ্যে প্রবেশের পর হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এছাড়া ইতোপূর্বে ভ্রমণ করে আসা ব্যক্তিদেরও তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

এদিকে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার একটি নতুন ধরনের খোঁজ মিলেছে। যা আগে কখনও দেখা যায়নি। এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। নতুন এই ভ্যারিয়েন্টে সারাবিশ্বে এখন পর্যন্ত ৫৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের সবাই দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকংয়ের বাসিন্দা। সূত্র: বিবিসি

চিত্রদেশ//এফটি//

 

Related Articles

Back to top button