প্রধান সংবাদ

করোনার টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের টিকা নিতে পারবেন ২৫ বছর বা তার বেশি বয়সি বাংলাদেশিরা। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।

বৃহস্পতিবার করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যে কোনো বয়সি বাংলাদেশি করোনার টিকা নেয়ার জন্য আবেদন করতে পারছেন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার।

 

সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সিদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে আনা হয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button