প্রধান সংবাদরাজনীতি

করোনার টিকা নেবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:
করোনার টিকা নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেছেন তিনি। কিন্তু নিবন্ধন করা হলেও এখনো তার টিকা দেয়ার তারিখ জানানো হয়নি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের দলের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনা টিকা নেবেন। এজন্য ৮ জুলাই নিবন্ধন করা হয়েছে।

গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। ৬ দিন পর ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে বেগম জিয়াকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তিনি ৯ মে করোনার সংক্রমণ থেকে সুস্থ হন। এরপর গত ১৯ জুন বিএনপি চেয়ারপারসনকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button