প্রধান সংবাদস্বাস্থ্য কথা

করোনায় এক মাস পর মৃত্যু, শনাক্ত ১৬

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১২৮ জনে।

শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button