প্রধান সংবাদ

কমেছে এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর

স্টাফ রিপোর্টার:
চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর কমেছে। স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। এবার করোনার কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে নম্বর ও সময় কমিয়ে পরীক্ষা নেওয়া হবে।

রোববার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট। মোট ২ ঘণ্টা। আর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

তবে নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ আগস্ট।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button