গল্প-কবিতাপ্রধান সংবাদ
কবি মেহেবুব হকের প্রেমের কবিতা ‘তুমি ভালো থেকো’
তুমি ভালো থেকো-
কখনো গল্পের মত মনে দোলা দিয়ে
ভালো থেকো শিশিরের স্ফটিকের ন্যায়
কবিতার ছন্দে ছন্দে জীবনের রঙ্গে রঙ্গে
তুমি ভালো থেকো স্বপ্নের নিবিড় ছোঁয়ায়।
তুমি ভালো থেকো-
আকাশের বুক চিরে ঐ দূর আকাশের নিলীমায়
রাতভোর জাগা পাখি হয়ে পথিকের ন্যায়
ভোরের রক্তিম সূর্যের গন্ধ মেখে ক্ষণে ক্ষণে
তুমি ভালো থেকো ঐশী পবিত্রতার ছোঁয়ায়।
তুমি ভালো থেকো-
রজনীগন্ধার ঘ্রাণে পদ্মার ঢেউয়ে উজানের টানে
শ্রাবনের রাতে মেঠো পথে রাখালের বাঁশির ন্যয়
সারি সারি গাংচিল হয়ে নতুন জীবনের বার্তাবয়ে
তুমি ভালো থেকো কৃষ্ণচূড়ার মরমী ছোঁয়ায়।
তুমি ভালো থেকো-
সকাল সন্ধ্যায় কবিত্বের চন্দে আনন্দে দুঃখে
সংগ্রামী জীবনে সিংহ পুরুষের ন্যয়
জীবনের শেষ সন্ধায় নির্মল সৃজন শীলতার বন্যায়
তুমি ভালো থেকো আমার নিষ্পাপ ভালোবাসার ছোঁয়ায়।
কবি :মেহেবুব হক