গল্প-কবিতা

কবি’র কবিতা

এখন আর আমি স্বপ্ন দেখি না।
খুব কাছ থেকে দেখেছি,
কিভাবে স্বপ্ন ভেঙ্গেচুরে চুরমার হয়ে যায়!
এখন আর ভালোবাসা নামের শব্দটির সাথে
খুব একটা পরিচয় হতে ইচ্ছে করে না।
আমি দেখেছি ভালোবাসা নামের
অমুল্য শব্দটি কিভাবে সস্তায় পরিনত হয়।
এখন আর কিছুর জন্য অপেক্ষা করি না,
আমি দেখেছি অপেক্ষার যন্ত্রণা কতটা ভয়বহ!
এখন আর আমি কারো কাছে কিছু চাইও না।
আমি দেখেছি,কোন কিছু চেয়ে
কিছু না পাওয়ার লজ্জা কি অসীম!
এখন আমার একা একা চলতে খুব একটা কষ্ট হয় না। আমি জেনে গেছি জীবন নামের বাস্তবতাকে।
এই সংক্ষিপ্ত জীবনে,যাদের সাথে চলার স্বপ্ন দেখেছি,তারাই আমার স্বপ্ন গুলোকে দুঃস্বপ্নে পরিনত করে আমাকে একা করে দিয়ে চলে গেছে।
তাই এখন আমার একলা চলতে ভালো লাগে।
এখন আর কাউকে আপন করে কাছে পেতে সাধ বা মনে ইচ্ছে জাগে না…!!!

 

হুমায়ূন কবীর হিমু

Related Articles

Back to top button