গল্প-কবিতা

কবিতা-‘স্নিগ্ধতায় খোঁজা অতীত’

কানিজ কাদীর

ভোরের স্নিগ্ধ শান্ত রূপ
আমি চেয়ে দেখি চারিদিক-
এ যেন আমার শৈশব,
ভোরবেলা শিউলী কুড়ানোঁর
অপার আনন্দের মত।
চারিদিক সবুজ গাছের,
শান্ত নিঝুম পাতায় যেন
নীরবতার ছোঁয়া-
আমাকে আবার বিষন্ন করে।
কি সুন্দর সকাল।।
এ সকাল কাদের জন্য!
এ সকাল এত উজ্জ্বল;
তবু আমার বুকে কেন বাজে
অহরহ এক বেদনার সুর।
সকালের রবি তো পূর্ব দিকেই উঠবে,
পাখীতো ডাকবেই কিচির মিচির
এত প্রতিদিনই হয়।
তবু আমার কাছে তা হয়ে ওঠে
যেন এক পূরনো অতীত।।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button