মা কথা মধুর বড় সুধার সমান,
কহিলে শুনিলে সদা জুড়ায় প্রাণ।
যেখানে সেখানে থাকি দেশ দেশান্তরে,
মা বলে ডাকিলে সব দুঃখ যায়া দূরে।
মায়ের মমতা কত কে বলিতে পারে,
কি আছে তুলনা তার এ সংসারে।
এক বিন্দু ঋণ মার শোধে সাধ্য কার
ধন্যরে মায়ের স্নেহ, অপার-অপার।
(সংগৃহীত)