সময় বদলে যায়-
ভূমিকা যায় থেকে,
হয় শুধু রূপ বদল।
এক মহীরূহের মত রাখে
শক্ত পুরো সাম্রাজ্য।
যেন এক অশ্বত্থের বিরাট ছায়া,
আগলে রাখে সব কিছু।।
আস্তে আস্তে পালটে যায় দৃশ্যপট
ভূমিকায় হয়ে যায় রদবদল।
কিন্তু সেইতো সেই একই রূপ-
ভূমিকার ভূমিকা তো, একই
আবারো এক মহীরূহের মত,
বিরাট ছাতা হয়ে আগলে রাখে
যেন সব কিছু।।