গল্প-কবিতা

কবিতা ‘দৈন্যতার বন্দি শিবির’

মো: মেহেবুব হক

অজস্র অলৌকিক ঘটনার অজানা ভীড়ে
দৈন্যতার বন্দি শিবিরে নিবিড় আলাপ সেরে
তাঁরাভরা রাতে সুখের ঘুম কেড়ে
আমি নিমিষেই পাড়ি জমিয়েছি
নির্লিপ্ত পৃথিবীর বুকে
উদার চোখে।
ধিরে ধিরে পেয়েছি মানবিক প্রশান্তি
মানবতার আলোয় নতুন দিশা পেয়েছে জীবন
পরিশ্রম, সাধনা , শখ মিলিত হয়েছে
পবিত্রতার স্নিগ্ধ সাগরে
প্রেমের ঐশী কাননে
নিরন্তর সংগ্রামে।

Related Articles

Back to top button