গল্প-কবিতা

কবিতা-‘আমরা সাত ভাইবোন’

-নূরুন নাহার

বাপ-মায়ের সৌরজগতে মোরা ছিলাম সাতটি তারা
লেখাপড়া ও আনন্দ নিয়ে সদা ছিলাম দিশেহারা।
যখন যেখানে যেতাম,আদর কদর পেতাম কত
সেদিনগুলো এখনো না ভোলার মতো।
তখন আমাদের বাড়ি ছিল শান্তিনিকেতন,
মায়ের কাছে এসে সবাই পেত কত-না যতন।
বাপ-মা আর সবাইকে নিয়ে বাড়িটা ছিল মুখর
মনে হতো এটাই যেন মোদের সুখের সাগর।
ভাইবোন সবাই এলাম একদিন বাড়ি ছেড়ে,
জীবনযুদ্ধের রশি নিলাম গলে পরে।
কর্তব্য শেষ না করেই চলে গেল মোর ভাই অসময়ে,
অকস্মাৎ চলে গেল মোর বোন সবাইকে কাঁদিয়ে।
আমরাও বেঁচে থেকে যেন ঝামেলায় হাবুডুবু খাচ্ছি,
কতটুকুনইবা সেসবের সমাধান করতে পাচ্ছি।
হে আল্লাহ! দয়া করো যেন করতে পারি জয়,
বিজয়ের মালাটি যেন মোদের হয়।
আর যেন নাহি পাই কোনো ব্যথা
এই হোক মোর শেষ আশা ও কথা।
সহজ-সরল পথ মোরে দাও গো বলি,
যে-পথে মোর গুরুজন গেছে চলি।


লেখক: নূরুন নাহার

Related Articles

Back to top button