
কংগ্রেসে বাইডেনের করোনা বিল অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিল কংগ্রেসের চূড়ান্ত বাধা পেরিয়েছে।
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২০-২১১ ভোটে বুধবার বিলটি পাস হয়।
বিবিসির খবরে বলা হয়, সিনেটে পাস হওয়া বিলটিকে আইনে পরিণত করতে সম্মতির জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন পাসকি জানান, স্থানীয় সময় শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট বাইডেন।
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সপ্তাহখানেক আগে অন্তর্বর্তীকালে এ প্যাকেজ ঘোষণা করেন জো বাইডেন। তার মতে, দুটি ধাপের এ প্যাকেজ মানুষের উপকার করবে। প্রথমত, এটি অর্থনৈতিকভাবে মানুষকে আবারও চাঙ্গা করবে। দ্বিতীয়ত, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্যাকেজটি সবার সহায়ক হবে।
প্যাকেজ অনুযায়ী, বেশিরভাগ নাগরিককে সরাসরি দেয়া হবে এক হাজার ৪০০ ডলার করে। এর সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক কর্মহীন মানুষদের জন্য যোগ হবে অতিরিক্ত ৩০০ ডলার।
এর আওতায় অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলোর জন্য বরাদ্দ থাকবে ৩৫০ বিলিয়ন ডলার, ফের স্কুল চালুর জন্য ১৩০ বিলিয়ন, করোনাভাইরাস পরীক্ষা ও গবেষণা সম্প্রসারণে ৪৯ বিলিয়ন এবং টিকা বিতরণে বরাদ্দ আছে ১৪ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৯৮ লাখের বেশি মানুষের শরীরে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৯১ জনের।
চিত্রদেশ//এলএইচ//