শিক্ষা

এসএসসির ফল : ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১০৫ জন

স্টাফ রিপোর্টার:
ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে আগে ফেল করলেও পুনঃনিরীক্ষায় ১০৫ জন পাস করেছে।

তবে ফেল করা কেউ নতুন করে জিপিএ-৫ না পেলেও বিভিন্ন গ্রেডে পাস করা অনেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এবার ঢাকা বোর্ডের ৫৯ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ১ লাখ ৪৫ হাজার ৩০৫টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারেন।

তিনি বলেন, ফল পুনঃনিরীক্ষায় ঢাকা বোর্ডে এবার ২২৪৩ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১০৫ জন। নতুন করে ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন।

আগের ফলাফলে যারা ফেল করেছিল ফল চ্যালেঞ্জ করে তাদের মধ্য থেকে নতুন করে কেউ জিপিএ-৫ পায়নি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button